ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে সাতক্ষীরা- খুলনা সড়কের বিনেরপোতা আব্বাসের বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার তালা উপজেলার সুজনশাহ গ্রামের তাপস মন্ডল ও খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রামের মিলন দেবনাথ। এছাড়া আহত সুব্রত সেনও রাড়ুলী গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার এসআই মিজান জানান, সুব্রত, মিলন ও তাপস খুলনা থেকে একটি মোটরসাইকেল যোগে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে আব্বাসের বাগানবাড়ি এলাকায় পৌছুলে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়। আহত সুব্রত সেনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার