রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
Title :
উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে সাজু> ৭১বার্তা ভোট না দিলে রড গরম করে সোজা করা হবে> ৭১বার্তা পীরগাছায় পেনশন স্কিম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের মতবিনিময়> ৭১বার্তা কাঠকচুতে কৃষক আজাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন > ৭১বার্তা রংপুরে ছয় বছরের শিশু ধর্ষিত, কিশোর গ্রেপ্তার> ৭১বার্তা রংপুরে ছাত্র হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড > ৭১বার্তা ঘগোয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ শিক্ষকের ১৪ পরীক্ষার্থী,তবুও শতভাগ ফেল> ৭১বার্তা জাতীয় পুষ্টি সপ্তাহে সুন্দরগঞ্জে পুষ্টিকর খাবার বিতরণ > ৭১বার্তা সুন্দরগঞ্জে ৭টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন> ৭১বার্তা বেরোবিতে সাইবার ক্রাইম ও মাদকাসক্ত রোধে সেমিনার অনুষ্ঠিত> ৭১বার্তা

রংপুরে অংশিদার সূত্রে পাওয়া জমি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন – ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত
রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন চব্বিশ হাজারী এলাকার অংশিদার সূত্রে পাওয়া জমি ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেন ১২জন ওয়ারিশ। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চব্বিশ হাজারী গ্রামের নিজ বাড়ির পাশে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ারিশ গণের পক্ষে জাহিদুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে বলেন, মৃত ছমির উদ্দিনের ছেলে মৃত আফছার আলীর আমরা ১২জন ওয়ারিশ, সেই সূত্রে আমাদের দাদার জমির অংশীদার। আমার দাদার পৈত্রিক সূত্রে প্রাপ্য ২ একর সাড়ে ৮১ শতাংশ জমি প্রতারণা করে ভোগদখল করে আসছে জসিম উদ্দিনগং। এতোগুলো জমি থাকা সত্বেও আমরা অসহায় জীবন যাপন করছি ।  উল্লেখ্য, আফসার উদ্দিন নাবালক থাকাকালিন মাত্র ১৮ দিন বয়সে বাবা-মাকে হারান। তখন থেকে জসিম উদ্দিনগং এর বাড়িতে লালিত-পালিত হন আফসার উদ্দিন। সেই সুবাধে জসিম উদ্দিনগং নিরক্ষর অবস্থায় আফসার উদ্দিনকে বড় করে তোলেন।  এমতাবস্থায় ৭০ এর দশকে আফসার আলী জসিম উদ্দিনগং এর নিকট থেকে বসবাসের জন্য জমি ক্রয় করেন।
তখনও তিনি জানতেন না তার পিতার নামে এতোগুলো সম্পত্তি রয়েছে, যা আফসার আলীর নিজনামে রেকর্ড ভুক্ত। ৮০’র দশকে জসিম উদ্দিনগং অন্যাত্রে জমি বিক্রয় করতে গেলে আফসার আলী লোকমুখে জানতে পারেন, উল্লেখিত সম্পত্তির পৈত্রিক সূত্রে তার নামে রেকর্ড ভূক্ত আছে।  চাইতে গেলে বিভিন্ন টালবাহনাসহ সময় ক্ষেপন করতে থাকে।
 এক পর্যায় তারা জানায়, আমাদের কাছে তোমার বাবা সমস্ত সম্পত্তি বিক্রয় করেছেন। কিন্তু দলিলপত্র দেখতে চাইলে দেখান না, বরং দলিলপত্র চাইলে প্রান নাশের হুমকি প্রদান করেন। অথচ, ৪০ এবং ৬২ এর সমস্ত কাগজপত্র আফসার আলীর নামে রয়েছে।  যা ওয়ারিশ সূত্রে আমরা অংশীদার।
তাই আমরা ওয়ালিশগণ আমাদের জমি ফেরত চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় সুলতান মিয়া, ফাতেমা, রফিকুল, সাইফুল, দেলওয়ার, জাহানারাসহ ১২জন ওয়ারিশ ও তাদের পরিবার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com