১৪ ফেব্রুয়ারী( রোববার) সকাল থেকেই ভোট কেন্দ্রগুলিতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাও বাড়তে থাকে। ভোটাররা অবাধে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন। রাত সোয়া সাতটায় গণনা শেষে ধানের শীষের প্রার্থী তাসকিন আহমেদ চিশতি ২৫ হাজার ০৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক যুবদল নেতা নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। ১৩ হাজার ৫০ ভোট পেয়ে তৃতীয় স্তান পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ নাসেরুল হক।
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার