প্রেস বিজ্ঞপ্তি
সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ ও স্বৈরতন্ত্র একইসূত্রে গাঁথা, একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছে সব সময় ।
শিক্ষায় সাম্প্রদায়িকতা যুক্ত করার মাধ্যমে, সমাজে শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচারী সরকারের হাতে নিহত হন অনেক ছাত্র নেতাকর্মী
তাঁদের স্বরণে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করে ।
জেলা ছাত্র মৈত্রী’র সভাপতি ফাহিম মুনতাসির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব মৈত্রী’র আহ্বায়ক মোঃ নাসির মিয়া
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র মৈত্রী’র সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইশা ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ, তথ্য প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য আমিনুল ইসলাম, শাহজালাল ও হোসাইন ইসলাম জয় প্রমুখ
ওয়েবসাইট নকশা প্রযুক্তি সহায়তায় : মাল্টিকেয়ার