রবিবার, ১৯ মে ২০২৪, ০১:০৪ অপরাহ্ন
Title :
উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে সাজু> ৭১বার্তা ভোট না দিলে রড গরম করে সোজা করা হবে> ৭১বার্তা পীরগাছায় পেনশন স্কিম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের মতবিনিময়> ৭১বার্তা কাঠকচুতে কৃষক আজাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন > ৭১বার্তা রংপুরে ছয় বছরের শিশু ধর্ষিত, কিশোর গ্রেপ্তার> ৭১বার্তা রংপুরে ছাত্র হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড > ৭১বার্তা ঘগোয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ শিক্ষকের ১৪ পরীক্ষার্থী,তবুও শতভাগ ফেল> ৭১বার্তা জাতীয় পুষ্টি সপ্তাহে সুন্দরগঞ্জে পুষ্টিকর খাবার বিতরণ > ৭১বার্তা সুন্দরগঞ্জে ৭টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন> ৭১বার্তা বেরোবিতে সাইবার ক্রাইম ও মাদকাসক্ত রোধে সেমিনার অনুষ্ঠিত> ৭১বার্তা

ধামরাইয়ে ২দিনব্যাপী পালিত হয়েছে সূর্য পূজা- ৭১বার্তা

আদনান হোসন (ধামরাই) ঢাকা থেকে:
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পঠিত

 

ধামরাই কুল্লা ইউনিয়নের গৃহবধূ শ্রাবন্তী সরকার বলেন, ‘পরিবারের সুখের লাইগ্যা যেমন চাইছি, তেমনি সব মানুষ ভালা থাউক এইটাও চাইছি। উপবাস থাইক্যা পূজা করছি। মনে শান্তি পাইছি।’

ধামরাই উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সূর্য দেবতার পূজা উদযাপিত হয়েছে। সূর্য স্নানের মধ্য দিয়ে গতকাল ভোরে সম্পন্ন হয় এই পূজা। পূজায় মানব জাতি ওপরিবারের কল্যাণ,সুখ সমৃদ্ধি কামনা করাহয়।

প্রতিবছর কালী পূজার পর শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে বাড়ীগাও এলাকার বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ষট বা সূর্য পূজার এই আয়োজন করা হয়।

এর আগে রবিবার বিকেলে পূজারিরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে পুকুর পাড়ে উপস্থিত হয়ে সূর্যাস্তের পূর্ব মুহূর্তে ভক্ত ও পূণ্যার্থীরা পানিতে দাঁড়িয়ে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন। পরে ভোরে হয় সূর্য স্নান।
মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণসহ সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় সারা দিন উপবাস থেকে সূর্যাস্তের সময় নারীরা নানা উপাচারে সূর্যদেবের আরাধনা করেন।

ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সন্তোষ চন্দ্র সরকারো বলেন, ‘আমরার বিশ্বাস এই পূজার সময় আমরার প্রার্থনা পূরণ অয়। সমাজের মানুষের অকল্যাণ থেকে রক্ষা পাউক এইডাই চাইছি।’

একই এলাকার বিশ্বজিৎ সরকার পুকুর পাড়ে পূজার সময় প্রার্থনা করছিলেন। তিনি বলেন, ‘এই পূজা কাইল সূর্য অস্তের আগে আগে শুরু করছি। আর আইজ ভোরে ছান (স্নান) কইর‌্যা শেষ করলাম। সব মানুষের মঙ্গলের লাইগ্যা প্রার্থনা করছি। সব বিপদ থেইক্যা যেন সবাই মুক্তি পায়।’ পূজা উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের শত শত পূণ্যার্থীর সমাগম বিভিন্ন পুকুরপাড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com