সোমবার, ১৩ মে ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
Title :
সুন্দরগঞ্জে ৭টি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন> ৭১বার্তা বেরোবিতে সাইবার ক্রাইম ও মাদকাসক্ত রোধে সেমিনার অনুষ্ঠিত> ৭১বার্তা বেরোবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগীয় প্রধানের দায়িত্বে ডিন> ৭১বার্তা কুড়িগ্রামে স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত > ৭১বার্তা রংপুরে শ্যামাসুন্দরী খালের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের উদ্বোধন > ৭১বার্তা লালমনিরহাটে শ্লীলতাহানির লজ্জা ও যন্ত্রনায় কাতরাচ্ছেন স্কুল শিক্ষিকা> ৭১বার্তা হাতীবান্ধায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ> ৭১বার্তা বেরোবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত>৭১বার্তা এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি> ৭১বার্তা মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি দেওয়া সেই প্রার্থী হেরেছেন  > ৭১বার্তা

টেকনাফে আগুনে দগ্ধ বৃদ্ধের মৃত্যু> ৭১বার্তা

জিয়াবুল হক, টেকনাফ থেকেঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৮৯ বার পঠিত

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রাখাইন পাড়া এলাকায় এক ঝুপড়ি ঘরে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে প্রান হারালেন ৭৫ বয়সী এক বৃদ্ধ।

সোমবার (৪ মার্চ) রাত ১০টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড অন্তর্গত রাখাইন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া বৃদ্ধের নাম আবুল হোসেন। সে পুরাতন রোহিঙ্গা।

এদিকে ঝুপড়ি ঘরের আগুনের অগ্নি শিখা নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই ঝুপড়ি ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ঝুপড়ি ঘরে থাকা বৃদ্ধ আবুল হোসেনও মারা যায়।

এবিষয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল আলম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে দেখতে একটি ঝুপড়ি ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। উক্ত ঘরে থাকা আবুল হোসেন নামে এক রোহিঙ্গা বৃদ্ধ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

স্থানীয়দের দাবি মারা যাওয়া বৃদ্ধের সিগারেটের আগুন থেকে এই ঘটনার সুত্রপাত সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে সংবাদের সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, আগুন লাগার খবর শুনে থানার এসআই মো.সোহেলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

এরপর অগ্নি শিখায় দগ্ধ হয়ে মারা যাওয়া বৃদ্ধের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তিনি আরও বলেন, লাশটির ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com