রবিবার, ১২ মে ২০২৪, ০৯:৫৩ পূর্বাহ্ন
Title :
কুড়িগ্রামে স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা অনুষ্ঠিত > ৭১বার্তা রংপুরে শ্যামাসুন্দরী খালের পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের উদ্বোধন > ৭১বার্তা লালমনিরহাটে শ্লীলতাহানির লজ্জা ও যন্ত্রনায় কাতরাচ্ছেন স্কুল শিক্ষিকা> ৭১বার্তা হাতীবান্ধায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ> ৭১বার্তা বেরোবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত>৭১বার্তা এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি> ৭১বার্তা মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি দেওয়া সেই প্রার্থী হেরেছেন  > ৭১বার্তা নাগেশ্বরীতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির সময় ৭ বস্তা ডাল আটক> ৭১বার্তা কুড়িগ্রামে সরকারিভাবে ধান, চাল, গম ক্রয়ের উদ্বোধন> ৭১বার্তা সুন্দরগঞ্জে ভর্তুকি মূল্যে হারভেস্টার বিতরণ> ৭১বার্তা

উজিরপুরে দুই গ্রুপের দ্বন্দ্বে হামলা অগ্নি সংযোগ> ৭১বার্তা

নাজমুল হক মুন্না, বরিশাল থেকেঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০২ বার পঠিত

 

বরিশাল জেলার উজিরপুর উপজেলা সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে ঘের নিয়ে দ্বন্দ্বে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গভীর রাতের তাণ্ডব চালিয়ে ছয়টি পানি শেচ পাম্পে অগ্নি সংযোগসহ কোটি টাকার মালামাল লুট, অগ্নিসংযোগ এর অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আসাদ হাওলাদারের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি সন্ত্রাসী দল ১৭ আগস্ট রাত আনুমানিক ২:৩০ মিনিটের সময় রুবেল বালির খামার প্রজেক্টে তান্ডব চালিয়ে ছয়টি শেষ পাম্পে ও একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে জাওয়ার অভিযোগ।
সন্ত্রাসীরা রুবেল হাওলাদারের মুরগির খামারের তান্ডব চালিয়ে মুরগি ও মাছের খাবার সহ প্রায় এক কোটি টাকার মালামাল লুটপাত করে ট্রলার যোগে স্থলপথে পালিয়ে যায়।

এ সময় ভাড়াটি সন্ত্রাসীরা মাইক্রবাস যোগে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করে। পরে উজিরপুর থানা পুলিশ মাইক্রোবাসটি জব্দ করেন।
খামার মালিক রুবেল বালি জানান , পশ্চিম সাতলা মৌজা হইতে পাকা রাস্তা পর্যন্ত স্থানীয় জনগণ ও খামার মালিকদের মুরগি ও মাছের খাদ্য আনার জন্য ব্যক্তি উদ্যোগে রাস্তা তৈরির কাজ শুরু হয় গত এক মাস যাবত এতে চেয়ারম্যানের সন্ত্রাসী আসাদ, ইলিয়াস কিবরিয়া, রাসেল, জুয়েল, সোহেল, মশিউর খলি, রায়হান, শামীম সহ ৪০-৫০ জনের একদল সন্ত্রাসী ট্রলার যোগে আমার প্রজেক্টে ঢুকে আমার খামারের গুদাম লুট করে মাছ ও মুরগির খাবার নিয়ে যায়। শেচ পাম্পের পাইপ কুপিয়ে খন্ড বিখন্ড করে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

এ বিষয়ে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ খাইরুল বাসার লিটন মিয়া জানন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হাওলাদার চেয়ারম্যান হওয়ার পর থেকে শুধুমাত্র ঘেরটি দখলে রাখার উদ্দেশ্যে জনস্বার্থে ব্যক্তি উদ্যোগে নির্মিত রাস্তাটি না হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। একই সাথে তার ইন্ধনে সন্ত্রাসী আসাদ বাহিনী দিয়ে রাতে এই তাণ্ডব ঘটিয়েছে। উপজেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি মোঃ ফয়জুল হক বালী ফারাহীন বলেন, ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার অবৈধভাবে ঘেরটি দখল করার উদ্দেশ্যে জনস্বার্থে নিজ জমিতে নিজস্ব অর্থায়নে নির্মিত রাস্তাটি বন্ধ করার অপচেষ্টা করছেন।

যাতে রাস্তাটি হতে না পারে সে কারণে রাতে তাণ্ডব চালিয়ে শেচ পাম্প ও পাইপে অগ্নিসংযোগ করেন।

গভীর রাতের তাণ্ডবের বিষয় অভিযুক্ত মোঃ আসাদ হালদার কে বারবার ফোন দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এ বিষয় ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহীনের হাওলাদার জানান,অগ্নি সংযোগ ও তাণ্ডবের বিষয়ে আমি জড়িত না। মূল বিষয় হলো ঘেরটি জোর দখল করে বিগত বছর গুলোতে কৃষকদের ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, পরে কৃষকদের নিয়ে ঘেরটি আমরা গত বছর মাছ চাষ শুরু করলে কৃষকরা লাভবান হয়।

এতে সভাপতি মহোদয়ের গ্রুপ ঈর্ষান্বিত হয়ে ঘেরের মাঝ থেকে পরিকল্পিতভাবে রাস্তার নাম করে ঘের দখলের চেষ্টা চালাচ্ছ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ জানান, ঘটনার স্থল পরিদর্শন করেছি আলামত হিসেবে একটি মাইক্রোবাস জব্দ করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com