রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
Title :
বেরোবিতে স্কলারশীপ সাপোর্ট অফিসের উদ্বোধন>৭১বার্তা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ গণবিরোধী, বললেন জিএম কাদের> ৭১বার্তা ভুল রাজনীতি দেশ পিছিয়ে দেয়, বললেন ডা. দীপু মনি> ৭১বার্তা উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে সাজু> ৭১বার্তা ভোট না দিলে রড গরম করে সোজা করা হবে> ৭১বার্তা পীরগাছায় পেনশন স্কিম বাস্তবায়নে জনপ্রতিনিধিদের মতবিনিময়> ৭১বার্তা কাঠকচুতে কৃষক আজাদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন > ৭১বার্তা রংপুরে ছয় বছরের শিশু ধর্ষিত, কিশোর গ্রেপ্তার> ৭১বার্তা রংপুরে ছাত্র হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড > ৭১বার্তা ঘগোয় বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৩ শিক্ষকের ১৪ পরীক্ষার্থী,তবুও শতভাগ ফেল> ৭১বার্তা

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের প্রায় ২৪ কোটি মানুষ – ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৩ বার পঠিত

 

চলতি বছর খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা এসব মানুষ বিশ্বের ৪৮টি দেশে বাস করছেন। বৃহস্পতিবার লন্ডনে প্রকাশিত খাদ্য সংকটের ওপর বৈশ্বিক রিপোর্টে এ কথা বলা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

২০২৩ সালের আগস্ট মাসের প্রথম দিক পর্যন্তু প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হালনাগাদ করা এ রিপোর্টে দেখা গেছে যে, ৩৬টি দেশের ৩ কোটি ৩৬ লাখ ৪০ হাজার মানুষ ‘জরুরি অবস্থার’ মধ্যে রয়েছেন এবং ৪টি দেশের ১২ লাখ ৮৬ হাজার মানুষ ‘বিপর্যয়কর অবস্থার’ মধ্যে রয়েছেন।

রিপোর্টটিতে দেখা গেছে, এরমধ্যে দক্ষিণ সুদানে সর্বোচ্চ ৬৩ শতাংশ মানুষ এ সংকটে রয়েছে। এরপরে রয়েছে ইয়েমেন (৫২ থেকে ৫৫ শতাংশ)। এরপরে যেসব দেশ রয়েছে সেগুলো হলো- আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, হাইতি ও সুদান। এসব দেশের ৪০ শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা সংকটে রয়েছে। এমন সংকটকে ‘সমন্বিত খাদ্য নিরাপত্তা’ পর্যায়-৩ বা তার উপরে বলে সনাক্ত করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২ কোটি ১৬ লাখ মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় আছে যা ২০২২ সালের চেয়ে ১০ শতাংশ বেশি। খাদ্য নিরাপত্তা সংকট কবলিত ২১টি দেশের ২ কোটি ৭২ লাখ শিশু ক্ষতিগ্রস্ত হবে, যাদের বয়স ৫ বছরের নীচে। সংকট কবলিত ১৫টি দেশের ৬৩ লাখ গর্ভবর্তী ও স্তন্যদাতা মা মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছেন বলেও রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে।

চলতি বছর খাদ্য নিরাপত্তহীনতার সংকট কবলিত ২৫টি দেশ ও ১০টি অঞ্চলের তথ্য-উপাত্ত পাওয়া যায়নি। এসব দেশের ৪ কোটি ১০ লাখ মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার সংকটে ছিল বলে ২০২২ এর উপাত্তে দেখা গেছে। এসব দেশের মধ্যে রয়েছে- মিয়ানমার, সিরিয়া ও ইউক্রেন।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফওএ) গবেষণার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে, চলতি বছর খাদ্য মূল্য ইতিহাসের সর্বোচ্চ বহাল থাকবে। তবে দাম ২০২২ সালে মার্চে ইউক্রেনে রুশ হামলার পর যে পর্যায়ে বেড়েছিল তার চেয়ে কিছুটা কমবে। সম্পাদনায়-শেখ মোস্তারি জান্নাত। খবর – আমাদের সময় ডটকম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com