মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন
Title :
নিখোঁজ পুত্রের সন্ধান পেতে থানায় জিডি> ৭১বার্তা পেঁয়াজ বিক্রি করতে এসে সন্ত্রাসী হামলার শিকার ২ কৃষক> ৭১বার্তা উলিপুরে চাষকৃত জমির ধান কর্তনের অভিযোগ > ৭১বার্তা বৃষ্টির আশায় কুড়িগ্রামে ব্যাঙের বিয়ে> ৭১বার্তা কুড়িগ্রামে বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত>৭১বার্তা বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক> ৭১বার্তা কুড়িগ্রামে আবিষ্কৃত টেলিস্কোপ দেখতে মানুষের ভিড়> ৭১বার্তা লিবিয়াতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত> ৭১বার্তা কুড়িগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু> ৭১বার্তা ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা> ৭১বার্তা

উপজেলা পরিষদ নির্বাচনঃ জনপ্রিয়তায় শীর্ষে কুড়িগ্রামে ৯ প্রার্থী> ৭১বার্তা

রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৮৯ বার পঠিত

চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ (শেষ) ধাপের ভোট হবে ২৫ মে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানান। সচিব জানান, অন্যান্য বারের মতো এবারও উপজেলা পরিষদ নির্বাচন ৪টি ধাপে নির্বাচন আয়োজন হবে। কোন উপজেলা কোন ধাপে পড়বে সেটা উপজেলার মেয়াদ বিবেচনা করে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আগের নির্বাচনের পর শপথ গ্রহণ করে কোন তারিখে প্রথম সভা করছে, সেটা মিলিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।

এ নির্বাচনে সাধারণত রিটার্নিং অফিসার থাকেন অতিরিক্ত জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তারা। জেলা প্রশাসক আপিল কর্তৃপক্ষ থাকেন। এবারও সেভাবে করা হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন দেবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত ২২ জানুয়ারি  গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কাদের বলেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে আমরা দলের প্রতীক প্রার্থীকে দেবো কি না, মনোনয়ন দেবো কি না দলীয় প্রতীকে, এটা নিয়ে আলোচনা হয়েছে। ওয়ার্কিং কমিটির প্রায় সর্বসম্মত অভিমত যে, এবারকার উপজেলা নির্বাচনে আমাদের দলীয় প্রতীক নৌকা ব্যবহার না করা।

এ ব্যাপারে ওয়ার্কিং কমিটির প্রায় সবাই একই অভিমত পেশ করেছেন।’ তিনি বলেন, ‘আমাদের দুটি বোর্ড আছে, একটি স্থানীয় সরকার নির্বাচন, আরেকটা হলো জাতীয় সংসদ নির্বাচন। এটা যৌথসভা ডেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’ ‘ওয়ার্কিং কমিটি যেটা সিদ্ধান্ত নেয়, মনোনয়ন বোর্ডে সেই সিদ্ধান্তই বহাল থাকে,’ জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী-আমাদের দলীয় প্রার্থী, সব মিলিয়ে নির্বাচনী যে আবহ, সেখানে কিছু কিছু মান-অভিমান, অন্তঃকলহ—এসব কিছু বিষয় ছিল, যার রেশ এখনো শেষ হয়নি কিছু কিছু জায়গায়। সে অবস্থায় আমাদের যে বিভাগীয় টিম আছে, আটটি বিভাগে আটটি টিম আছে, সব বিভাগীয় কমিটিকে আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন বিভিন্ন জেলার যে যে অভ্যন্তরীণ সমস্যাগুলো, সংশ্লিষ্ট সবাইকে ঢাকায় ডেকে এনে এর সমাধান খুঁজে বের করা এবং সিদ্ধান্ত দেওয়া।’ এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সিডিউল ঘোষণার পর থেকে কুড়িগ্রাম জেলায় উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থীরাই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে।

এবার নির্বাচনে প্রতীক বরাদ্দ না থাকায় আওয়ামীলীগের একাধিক প্রার্থী জোরেসোরে প্রচারণা চালাচ্ছে। কুড়িগ্রাম সদর উপজেলায় আওয়ামীলীগের বর্তমান নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে শীর্ষে রয়েছেন। কুড়িগ্রাম সদর উপজেলায় আওয়ামীলীগের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মোঃ জাফর আলীর ২য় পুত্র জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম রতন, পপুলার হসপিটাল লিঃ এর কর্ণধার আলহাজ্ব সাইদুল হাসান দুলাল সহ একাধিক নাম প্রাথমিক অবস্থায় পাওয়া গেছে। উলিপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর নাম আবারো আলোচনায় শীর্ষে রয়েছে। উলিপুর উপজেলায় আওয়ামীলীগের সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, জেলা আওয়ামীলীগের সদস্য সাজেদুর রহমান তালুকদার সাজু সহ একাধিক নাম প্রাথমিক অবস্থায় পাওয়া গেছে। রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবা সোহরাওয়ার্দী বাপ্পির নাম আলোচনায় শীর্ষে রয়েছে। রাজারহাট উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুনুর মোঃ আক্তারুজ্জামান সহ একাধিক নাম পাওয়া গেছে। ফুলবাড়ী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নতুন প্রার্থী হিসেবে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন এর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবারো বর্তমান চেয়ারম্যান গোলাম রব্বানী ও ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ এর নাম পাওয়া গেছে। নাগেশ্বরী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকুর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় নাগেশ্বরী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রুকনুজ্জামান (শিমু)’র নাম শোনা যাচ্ছে। চিলমারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রুকুনুজ্জামান (শাহীন)’র নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় চিলমারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু’র নাম শোনা যাচ্ছে। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন এর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে একাধিক প্রার্থী তালিকায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার এর নাম শোনা যাচ্ছে। রৌমারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ইমান আলীর নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে রৌমারী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ হারুনর রশিদ এর নাম শোনা যাচ্ছে। রাজিবপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলমের নাম আলোচনায় শীর্ষে রয়েছে। একাধিক প্রার্থী তালিকায় রাজিবপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকবর হোসেন হিরোর নাম শোনা যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com