শুক্রবার, ১০ মে ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
Title :
হাতীবান্ধায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ> ৭১বার্তা বেরোবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত>৭১বার্তা এবার কন্যা সন্তানের মা হলেন পরীমনি> ৭১বার্তা মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি দেওয়া সেই প্রার্থী হেরেছেন  > ৭১বার্তা নাগেশ্বরীতে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির সময় ৭ বস্তা ডাল আটক> ৭১বার্তা কুড়িগ্রামে সরকারিভাবে ধান, চাল, গম ক্রয়ের উদ্বোধন> ৭১বার্তা সুন্দরগঞ্জে ভর্তুকি মূল্যে হারভেস্টার বিতরণ> ৭১বার্তা রংপুরে সর্বজনীন পেনশন স্কীমের হেল্প ডেস্কের উদ্বোধন > ৭১বার্তা ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে বাধা, ইউপি সদস্যসহ গ্রেফতার ২> ৭১বার্তা নির্বাচনে অংশ নিতে রংপুরে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ> ৭১বার্তা

জানেন কী ? টিকটক কর্মীদের আয়- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ বার পঠিত

ছোট আকারের ভিডিও তৈরি ও আদান-প্রদানের সুযোগ দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া টিকটকের কর্মীদের বেতন ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকেরই। এত দিন চীনের ভিডিওনির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমটির কর্মপরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া গেলেও বেতনকাঠামো সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

তবে এবার প্রতিষ্ঠানটির কর্মীদের বেতনকাঠামো ফাঁস হয়ে গেছে অনলাইনে। যুক্তরাষ্ট্রের ইউএস অফিস অব ফরেন লেবার সার্টিফিকেশন থেকে এই নথি ফাঁস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে ও প্রথম আলো

ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিষ্ঠানটির বেশির ভাগ কর্মীই বেশ ভালো অঙ্কের টাকা আয় করেন। প্রতিষ্ঠানটিতে একজন সফটওয়্যার প্রকৌশলী বছরে গড়ে আয় করেন ২ লাখ ২২ হাজার ডলার বা ২ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকা ।(প্রতি ডলারের বিনিময় হার ১১০ টাকা ধরে)।

ব্যয় ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা বছরে ৭৩ হাজার ডলার বা ৮০ লাখ ৩০ হাজার টাকা, মেশিন লার্নিং বিভাগের কর্মীরা ১ লাখ ৫৭ হাজার ডলার বা ১ কোটি ৭২ লাখ ৭০ হাজার টাকা, বিজ্ঞাপনের তথ্য পর্যালোচনা বিভাগের কর্মীরা ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৭৬ লাখ টাকা, প্রাইভেসি বিভাগের সফটওয়্যার প্রকৌশলীরা ২ লাখ ৭০ হাজার ডলার বা ২ কোটি ৯৭ লাখ টাকা আয় করেন।

জানা গেছে, গত তিন বছরে নিজেদের ই-কমার্স বিভাগ ‘শপ’ এবং ডেটা বিভাগে সবচেয়ে বেশি লোকবল নিয়োগ দিয়েছে টিকটক। শুধু তা–ই নয়, বিশ্বের বিভিন্ন দেশে টিকটকের কার্যালয় থাকলেও বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রেই আড়াই হাজারের বেশি পদে লোক নিয়োগ দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ডেটা অ্যানালিস্ট এবং ডেটা প্রকৌশলীরা বছরে ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৭৬ লাখ টাকা, পণ্য ব্যবস্থাপক ২ লাখ ৪ হাজার ডলার বা ২ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা, রিসার্চ সায়েন্টিস্ট ২ লাখ ১০ হাজার ডলার বা ২ কোটি ৩১ লাখ টাকা এবং ডেটা বেজ সফটওয়্যার প্রকৌশলী ৩ লাখ ৫ হাজার ডলার বা ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা আয় করেন।সূত্র- আমাদের সময় ডটকম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com