বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
Title :
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু> ৭১বার্তা বহ্মপুত্র নদীর ভাঙ্গন রোধকল্পে ড্রেজিং প্রকল্পের উদ্বোধন> ৭১বার্তা কুড়িগ্রামে জোরপূর্বক কবরস্থান নির্মাণ নিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ> ৭১বার্তা বিশ্ব শ্রমিক দিবসে বন্ধ থাকবে সোনাগাছি যৌনপল্লী> ৭১বার্তা নিখোঁজ পুত্রের সন্ধান পেতে থানায় জিডি> ৭১বার্তা পেঁয়াজ বিক্রি করতে এসে সন্ত্রাসী হামলার শিকার ২ কৃষক> ৭১বার্তা উলিপুরে চাষকৃত জমির ধান কর্তনের অভিযোগ > ৭১বার্তা বৃষ্টির আশায় কুড়িগ্রামে ব্যাঙের বিয়ে> ৭১বার্তা কুড়িগ্রামে বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ ও দোয়া অনুষ্ঠিত>৭১বার্তা বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক> ৭১বার্তা

একান্ত সাক্ষাৎকারঃ ৮’শ টাকার অভাবে আমার শিক্ষা জীবনের ইতি ঘটে, এমপি প্রার্থী তৃতীয় লিঙ্গের রাণী- ৭১বার্তা

মোস্তাফিজার বাবলু
  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

 

আল্লাহ এখন আমার বাড়ি-গাড়ি সব দিয়েছেন।
কেউই যেনো আর্থিক সংকটের কারণে পড়া- লেখা থেকে ঝড়িয়ে না পরে। এজন্য কাজ করতে চাই। কেননা, আমি নিজেই অর্থের অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারিনি।

সোমবার দুপুরে রংপুর মহানগরীর নূরপুরের নিজ বাস ভবনে দু’ নয়নে ছল ছল জলে দীর্ঘ শ্বাস ফেলে কথাগুলো বলেন, রংপুর-৩ আসনের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রাণী।
তিনি নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী, জ্ঞানগৃহ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ম শ্রেণি এবং রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।

ব্যাক্তিগত জীবন নিয়ে রাণী বলেন, বাবা ১১মাস আগে মারা গেছে। মা জুলেখা বেগম জীবিত। একমাত্র বড় ভাই জিয়ারুল ইসলাম জিন্না ছাড়া আপন বলতে আর কেউই নেই। এজন্য আমার জীবনের কোনো পিছু টানও নেই।

রাণী আরও বলেন, অভাবের সংসারে মা কখনো পিঠা বিক্রি করতেন। আবার কখনো অন্যের বাড়িতে ঝি এর কাজ করতেন। এভাবে আমাদের বেড়ে ওঠা।

নেতৃত্ব সংকট, ধর্ম,বর্ণ,জাত-পাত নির্বিশেষে মানবতার উন্নয়নের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রাণী বলেন, তৃতীয় লিঙ্গের ৩৯২জনকে প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। ১৫০জন কে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন পেশায় সম্পৃক্ত করা হয়েছে। ৩০জন কে ভিক্ষা বৃত্তি থেকে বেরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। রুপান্তর নামক সংগঠনের মাধ্যমে কাজ করছেন ব্লক ও হস্তশিল্পে। ১১জনকে কারুপণ্যে চাকুরী দেওয়া হয়েছে।

রংপুরের সচেতন নাগরিক সমাজ তাকে কাজ করার সুযোগ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সু-নিশ্চিত করবেন বলে তিনি মনে করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 71barta.com
Design & Development BY Hostitbd.Com